সরকারের বেঁধে দেয়া মূল্যে চামড়া কেনা নিয়ে সংশয়

- আপডেট সময় : ০৬:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
ঢাকা, গাইবান্ধা ও নাটোরের চামড়া ব্যবসায়ীদের কাছে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীদের পাওনা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। এই টাকা আদায় না হওয়ায় আসন্ন ঈদে সরকারের বেঁধে দেয়া মূল্যে চামড়া কেনা নিয়ে সংশয়ে রয়েছে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা।
দিনাজপুর চামড়া ব্যবসায়ী সমিতির নেতা, জুলফিকার আলী স্বপন জানান, গেল কয়েক বছর ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের কাছে তাদের পাওনা রয়েছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। এই টাকা আদায় না হওয়ায় আসন্ন ঈদে চামড়া কেনা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। এছাড়া সরকারের
বেঁধে দেয়া মূল্যে চামড়া কেনা প্রায় অসম্ভব জানিয়ে ভারতে চামড়া পাচারের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। জেলা শহরের রামনগর এলাকায় উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চামড়া বাজারে ঈদে চামড়া বিক্রি হয়ে থাকে ১৫ থেকে ২০ কোটি টাকার।
এদিকে.. ভৈরবে কাঁচা চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের আগ্রহ নেই। ব্যবসা ছেড়েছে বড় বড় বেপারীরা। গত কয়েক বছর যাবৎ চামড়ার দাম না পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। কাঁচা চামড়ার দাম না পাওয়ায় নদীতে ফেলে দেয়া ও মাটিতে পুতে ফেলারও ঘটনা ঘটছে।