সরকারের ব্যর্থতার কারণে ঘটছে রেল দুর্ঘটনা
- আপডেট সময় : ০২:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সরকারের ব্যর্থতার কারণে একের পর এক সড়ক দুর্ঘটনার পর, এবার ঘটছে রেল দুর্ঘটনা। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সমাবেশে, তিনি আরও বলেন এই সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। তাই দ্রুত এই সরকারকে সরাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সামাবেশ করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। বিএনপি নেত্রীকে জামিন না দিয়ে সরকার জোর করে আটকে রখেছে বলে সমাবেশে অভিযোগ করেন বক্তারা। তবে শিগগিরই গনআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেন পেশাজীবী নেতরা।
সমাবেশে, ব্রাম্মনবাড়িয়ায় রেল দুর্ঘটনার প্রতিক্রিয়া জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ক্যাসিনো কেলেঙ্কারি, নির্বিচারে হত্যাকান্ড ও ব্যাংক দুর্নীতির উল্লেখ করে তিনি দাবি করেন, সরকার সবক্ষেত্রে ব্যর্থ। এই সরকারের কবল থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন দলটির মহাসচিব।
খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গনতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলঅম আলমগীর।