সরকারের ব্যর্থতায় বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল :মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০৮:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল বেড়েই চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, করোনা আক্রান্ত এবং মৃত্যুর পরিসখ্যান নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না বলেও দাবি করেন মির্জা ফখরুল। শুরু থেকেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউনের পরিবর্তে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই করোনায় মৃত্যুবরণকারীদের প্রতি গভীর শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এসময় করোনায় দলের নেতাকর্মীদের আক্রান্ত এবং মৃতের তথ্যও তুলে ধরেন তিনি।
সরকারের সীমাহীন ব্যর্থতায় দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় দেশের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র ভিআইপি ও সরকার দলীয় লোকেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছেন।
স্বাস্থ্যখাতে বাজেটে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ যদি সঠিকভাবে ব্যয় করা হতো, তাহলে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ মুখ থুবড়ে পড়ত না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহামুদ টুকু, করোনা সেলের সদস্য দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনও বক্তব্য রাখেন।