সরকারের ব্যর্থতা ঢাকতেই জনগণের দৃষ্টি ঘোরাতে জিয়াকে নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে
- আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরানোর পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইতিহাসে যার যা সম্মান প্রাপ্য, তাকে ততটুকু না দিলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না এবং একসময় প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিভিন্ন ইস্যুতে সরকারের ব্যর্থতা ঢাকতে জনগণের দৃষ্টি ঘোরাতেই জিয়ার কবর নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর বিএনপি।
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকার জিয়াউর রহমানের কবর নিয়ে রাজনীতি করছে।
নয়াপল্টনে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জিয়াউর রহমানের কবর নিয়ে রাজনীতি না করার আহবান জানান তিনি। এসময় তিনি লুই কানের নকশারও সমালোচনা করেন।
গণমাধ্যম কর্মীদের নামে সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান ডা. জাফরুল্লাহ।