সরকারের ভুল সিদ্ধান্তের কারণে করোনা বিস্তার লাভ করেছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সরকারের ভুল সিদ্ধান্তের কারণে করোনা বিস্তার লাভ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে গেছে। প্রকৃতপক্ষে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় করোনা মোকাবিলায় ব্যর্থ তারা। দুপুরে করোনা চিকিৎসায় এম্বুলেন্স সার্ভিস ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সিলেট সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরমের উদ্যোগ করোনা ভাইরাস সংক্রমণের রোগীদের চিকিৎসায় এম্বুলেন্স সার্ভিস ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি করোনা মোকাবিলায় সরকারের কর্মকান্ডের কড়া সমালোচনা করে বলেন, ভুল সিদ্ধান্তের কারণে করোনা বিস্তার লাভ করেছে।
স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়েও কথা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সব সংকট মোকাবিলা করে বিএনপি জয়ী হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।