সরকারের মদদ ছাড়া সশস্ত্র গোষ্ঠীর ব্যাংক লুট সম্ভব নয় : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
পাহাড়ে অস্থিতিশীলতার ঘটনায় সরকারের ভূমিকা রহস্যজনক মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া একটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষে ব্যাংক লুট সম্ভব নয়।
রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে এখন সভা-সমাবেশের অধিকার আওয়ামী লীগ এককভাবে ভোগ করছে। মানুষের মাঝে ঈদের আনন্দ নেই, সীমিত আয়ের মানুষ কঠিন সময় পার করছে। বিএনপির নেতা-কর্মীদের একদিকে জামিন দিলেও অন্যদিকে ফের কারাগারে নেয়া হচ্ছে। দেশ এখন কাঁটাতারে অবরুদ্ধ। আওয়ামী লীগের ধারাবাহিক স্বৈরশাসনে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।