সরকারের লকডাউন এখন তামাশায় পরিণত হয়েছে
- আপডেট সময় : ০২:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
করোনার উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের লকডাউন এখন তামাশায় পরিণত হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপার্সন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের অদুরদর্শিতা ও সমন্বয়হীতার অভাবকে দায়ী করে চিকিৎসা ও টিকার বিষয়ে রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব।
বিএনপির স্থায়ী কমিটির ভার্চূয়াল আলোচনা সভার সিদ্ধান্ত জানাতে. দুপুরে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সীমান্তবর্তী এলাকায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে সংক্রমিত হওয়ায় সভায় উদ্বেগ জানায় বিএনপি।
করোনা নিয়ন্ত্রণে সরকারের নেয়া লকডাউনের কড়া সমালোচনা করেন বিএনপি মহাসচিব ।
বিএনপিকে জড়িয়ে সরকারের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে দলটি মহাসচিব বলেন, জনতার রোষানলে পড়লে আওয়ামী লীগ পালানোর পথ খুজে পাবে না।
উন্নয়নের নামে সরকারের দুর্নীতির সমালোচনা করেন তিনি।
উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশ নিতে সুপারিশ করেছে তার চিকিৎসা বোর্ড এমন তথ্যও তুলে ধরেন দলটির মহাসচিব।