প্রতিবেশীদের পানিপড়ায় আর কাজ হবে না: আব্বাস
- আপডেট সময় : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৮০৩ বার পড়া হয়েছে
সরকারের সকল অস্ত্র ভোতা হয়ে গেছে বলেই গুম, খুন, হত্যা আর গ্রেফতার শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান বলেন, বারো কোটি জনগণ অধিকার আদায়ের রাজপথে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল-পূর্ব সমাবেশে তারা এসব কথা বলেন।
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে রাজধানীর গুলশান এক নম্বর ডিসিসি মার্কেটের সামনে গণমিছিল পূর্ব সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিকাল তিনটা গণমিছিল শুরুর কথা থাকলেও দুপুর থেকেই দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা ব্যানার, প্লাকার্ড হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের মিছিল আর শ্লোগানে মুখরিত গুলশান এক নম্বর গোলচক্কর দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে।
মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান করার প্রস্তুতি নিতে দলীয় নেতার্মিদের প্রতি আহ্বান জানান।
গণমিছিল ও সমাবেশের প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কাটাছেড়ার সংবিধানে দেশে আর কোনো নির্বাচন হবে না।
সমাবেশ শেষে গণমিছিল ডিসিসি মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি মহাখালী ওয়্যারলেস গেট, তিতুমীর কলেজের সামনে দিয়ে, আমতলী হয়ে মহাখালী কাঁচা বাজার দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।