সরকারের সঙ্গে আলেম-ওলামাদের কোনও বিরোধ নেইঃ মাওলানা হাসান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বলেছেন, ‘সরকারের সঙ্গে এদেশের আলেম, ওলামা ও পীর-মাশায়েখদের কোনও বিরোধ নেই।
শনিবার জাতীয় প্রেসক্লাবে দলের জাতীয় কর্মী সম্মেলন ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে যারা কাজ করে তাদের প্রতি এ দেশের সর্বস্তরের আলেম-ওলামাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন থাকবে। কুমিল্লায় পূজামণ্ডপে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় জড়িতদের গ্রেফতার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
সরকারের সঙ্গে ওলামা ও পীর-মাশায়েখদের কোন বিরোধ নেই