সরকারের সঠিক পদক্ষেপে করোনা নিয়ন্ত্রণে সফল বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সরকারের কার্যকরী পদক্ষেপের কারণে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যতদিন প্রয়োজন ততদিন এই টিকাদান কার্যক্রম চলবে বলেও জানান তিনি। আর, বিএসএমএমইউতে করোনার টিকা নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। টিকা নিয়ে গুজব না ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের তা গ্রহণের আহবান জানান তিনি।
দেশব্যাপি করোনার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১ টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কার্যক্রম শুরুতেই টিকা নেন হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান ও অধ্যক্ষ এবিএম মাকসুদুল আলম। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০টি বুথে এই টিকাদান কর্মসূচি চলবে।
টিকা নিয়ে নিজেদের প্রতিক্রিয়ার কথাও জানান তারা।
টিকাদা কার্যক্রম উদ্বোধন করে করোনা নিয়ন্ত্রণে সরকারের সফলতার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে টিকা নেন ডিএনপি কমিশনার মো.শফিকুল ইসলাম।
সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তর হাসপাতালে করোনার টিকা নেন-সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো.নজরুল ইসলাম খানসহ ৩শ বিজিবির সদস্য।
সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে: জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড.মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসিসহ ২’শ সেনা কর্মকর্তা টিকা নিয়েছেন।
সকালে ‘ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসময়ে সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।
বেলা সাড়ে ১২টার দিকে বিএসএমএমইউতে টিকা নেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ৩০ মিনিট অপেক্ষার পর নিজের সুস্থতার কথা জানান তিনি।
বে-সরকারী নয়, শুধু সরকারী টিকা নিতে জনগণের প্রতি আহবান জানান তিনি।