সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : কাজী হাবিবুল আউয়াল
- আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১৮০৭ বার পড়া হয়েছে
সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর অভিযোগ, সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন।
পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে আসে মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল।
তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছেন শাসকদলের প্রার্থীরা।বরিশালের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগও তোলেন তিনি। জাতীয় পার্টির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গুরুতর আচরণ বিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিবে ইসি।
নির্বাচনকালিন সরকার না চাইলে ইসির একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলেও জানান তিনি।আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করতে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান, কাজী হাবিবুল আউয়াল।