সরকারের সমন্বয়হীন অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে
- আপডেট সময় : ০৮:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সরকারের সমন্বয়হীন অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ বলেও অভিযোগ করেছেন তিনি। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় করোনায় আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর প্রকৃত তথ্য গোপনের অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
বিএনপির কেন্দ্রীয় করোনাভাইরাস পর্যবেক্ষণ সেলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, করোনা মহামারিতে সরকার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। আর সঠিক সিদ্ধান্ত ও সুশাসনের অভাবে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি বলেন, করোনাভাইরাসের চেয়ে মানুষের মধ্যে চিকিৎসা না পাওয়ার আতঙ্কই বেশি।
করোনায় আক্রান্ত এবং মৃত্যুর প্রকৃত তথ্য গোপনের অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নো টেষ্ট নো করোনা’র পথে হাঁটছে সরকার।