সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে বিএনপির রাজনীতি আক্রান্ত
- আপডেট সময় : ০১:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে বিএনপির রাজনীতি আক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
করোনার সংকটে বিএনপি মহাসচিব নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের নামে মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কখনোই জনগণের কথা বলেনি, তাদের পাশেও থাকেনি। সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমকে এ কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আরো বলেন, এই দুর্যোগে বিএনপি কথামালার চাতুরী ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার অভিন্ন টার্গেটে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই। করোনা সংক্রান্ত টাস্কফোর্স বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত হলেও রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও হয়নি বলে মন্তব্য করেন তিনি।