নির্বাচন কমিশন গঠনে সরকার হস্তক্ষেপ করবে না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। এ লক্ষ্যে রাষ্ট্রপতি সবাইকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে। অন্যদিকে বিদেশি চ্যানেলের ক্লিনফিড প্রচারের নির্দেশ বাস্তবায়নে কাল থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সকালে সাভারের আমিনবাজারে নির্মাণাধীন ৮ লেনের সেতু পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০৪ কোটি টাকা ব্যয়ে এ সেতুর কাজ শেষ হবার কথা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে।
সেতু পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি সব দলকে নিয়ে সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সকালে যান সিলেট। এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের দেয়া অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে বলেন, মিয়ানমার সীমান্তে চোরাকারবার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সচিবালয়ে সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে কাল থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
ই-কমার্স ব্যবসায় প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।