সরকার অনেক বেশি ভীত, তাই তলে তলে আপস হয়ে গেছে : ফখরুল
- আপডেট সময় : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১৬৭০ বার পড়া হয়েছে
সরকার অনেক বেশি ভীত, তাই তলে তলে আপস হয়ে গেছে, বলে মিথ্যা ছড়াচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সরকার পতনের এক দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত পেশাজীবী কনভেনশনে এ মন্তব্য করেন তিনি। বলেন বাংলাদেশের সব সিদ্ধান্তের পেছনে প্রধানমন্ত্রীর ইঙ্গিত রয়েছে। লন্ডনে তার বক্তব্যে সে সত্য বেরিয়ে এসেছে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ সরকার পতনের ১ দফা দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে পেশাজীবী কনভেনশনের আয়োজক সম্মিলিত পেশাজীবী পরিষদ। কনভেনশনে অংশ নেন শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবীসহ নানা পেশার মানুষ। পেশাজীবীরা বলেন, দেশের চলমান সর সমস্যার সমাধান এই সরকারের পদত্যাগ।
লন্ডনে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের সমালোচনা করে সমমনা দলের নেতারা বলেন, বিনা চিকিৎসায় খালেদা জিয়ার কিছু হলে দুর্বার আন্দোলন হবে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে আভিযোগ আইনজীবীদের।
চরম অধপতন থেকে দেশকে রক্ষা করতে হলে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতা ডক্টর মঈন খান। প্রধান অতিথি বিএনপির মহাসচিব অভিযোগ করেন, এদেশে যা কিছু ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইঙ্গিতেই সে সিদ্ধান্ত হয়, লন্ডনের বক্তব্যে সে সত্য বেরিয়ে এসেছে ।
নির্বাচন নিয়ে আপোষ হয়েছে ওবায়দুল কাদেরর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন গণতান্ত্রিক বিশ্বও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে ঠেকাতে কোন আঘাত আসলে প্রতিঘাতে তার উত্তর দেয়া হবে বলেও হুঁশিয়ারী দেন মির্জা ফখরুল।