সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বিআরটিসি’র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে দিকনির্দেশনামূলক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা জানান।
ঈদের সময় সড়ক দুর্ঘটনা রোধে ঈদের আগে ও পরে সতর্কতার সাথে গাড়ি চালাতে পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ জানান তিনি। এবিষয়ে নজরদারি বাড়াতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান । মন্ত্রী বলেন বিআরটিসি’র সমস্যা শ্রমিক কর্মচারিতে নয়। বাস ডিপোকেন্দ্রিক যে অনিয়ম তা শক্ত ভাবে নিয়ন্ত্রণ জরুরী। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয়। বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।