সরকার কিছুটা হলেও জনগণের মতামতের গুরুত্ব দেয়া শুরু করেছে :মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সরকারের ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনার পদক্ষেপে খানিকটা আশ্বস্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কিছুটা হলেও জনগণের মতামতের গুরুত্ব দেয়া শুরু করেছে। তবে সুনির্দিষ্টভাবে বলার পরও সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে গুরুত্ব দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক প্রনোদনা প্যাকেজ নিয়ে বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব জানান বিএনপি মহাসচিব। গার্মেন্ট শ্রমিকদের নিয়ে তামাশা করায় বিজিএমইএ ও সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক প্রনোদনা প্যাকেজ নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতের আয়োজন করা হয় এই ভার্সুয়ার সংবাদ সম্মেলনের।
শুরুতেই বিএনপি মহাসচিব বলেন, এই প্রণোদনা প্যাকেজ ঘোষনার মাধ্যমে জনগণের মতামতের গুরুত্ব দিতে শুরু করেছে সরকার।
তবে, প্রধানমন্ত্রীর বক্তব্যে স্বাস্থ্য খাত ও দিন মজুরদের ব্যপারে সু-স্পষ্ট কিছু বলা হয়নি বলে দাবি করেন তিনি।
গার্মেন্ট শ্রমিকদের ব্যাপারে-বিজিএমইএ ও সরকারের দায়িত্ব জ্ঞানহীন আচরণের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।