সরকার ক্ষমতায় টিকে থাকতে সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে : জোনায়েদ সাকি
- আপডেট সময় : ০৭:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি এখন তলানীতে। ক্ষমতায় টিকে থাকতে সরকারে বিরোধী দলের নেতাকর্মীদের পাশাপাশি জনগণের ওপর জুলুম-নির্যাতন বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সরকার ক্ষমতা টিকে থাকার জন্য সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। সরকারের প্রতি জনগণের যে বিরূপ প্রতিক্রিয়া তা গাজীপুরের ভোটের মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে দাবি করেন বক্তারা।
আওয়ামী লীগ নিজেদের গদি রক্ষার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ইচ্ছামতো ব্যবহার করেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পড়ার ভয়ে ক্ষমতাসীনরা এখন অস্থির হয়ে পড়েছে। মাঠের আন্দোলন-সংগ্রামে জনগণকে যুক্ত করে এ সরকারকে ক্ষমতা থেকে হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বক্তারা।