সরকার গঠন করতে পারলে পানির হিস্যা আদায়ের চেষ্টা করবে বিএনপি
- আপডেট সময় : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার গঠন করতে পারলে বিএনপি’র পক্ষ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে চেষ্টা করা হবে। পানির ন্যায্য হিস্যা প্রাপ্তির প্রত্যাশা যুগ যুগ ধরেও পূরণ হয়নি। এই সমস্যা পরস্পরের স্বার্থ ও সম্মান রেখেই সমাধান করা হবে।
দুপুরে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় একথা বলেন তিনি। আমীর খসরু আরো বলেন, বিএনপি’র স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে। বন্যার্ত মানুষের খাদ্য ও পুনর্বাসনে যা যা করা প্রয়োজন বিএনপি তা সামর্থ অনুযায়ী চেষ্টা করছে। এবং এই উদ্যোগ অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি’র সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুসহ অনেকেই।