সরকার ঘোষিত নিয়মেই দেশের সকল মুসল্লিদের নামাজ পড়ার আহবান :পেশ ইমাম
- আপডেট সময় : ০৭:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত নিয়মেই দেশের সকল মুসল্লিদের নামাজ পড়ার আহবান জানিয়েছেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহিউদ্দিন কাসেম। দুপুরে মুয়াজ্জিন, খাদেমসহ পাঁচ জন মুসল্লিকে নিয়ে জোহরের নামাজের পর একথা জানান তিনি। এ ধরনের মহামারিতে সরকার ঘোষিত নিয়ম ইসলাম সমর্থন করে জানিয়ে, তিনি আরও বলেন– আল্লাহর সন্তুষ্টির জন্য ঘরে নামাজ আদায় করলেও ইবাদত সম্পন্ন হবে।
করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি, গেল ছয় এপ্রিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদে জামায়াতে নামাজ সীমিত করার নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়।
তারই প্রেক্ষিতে মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সরকারের নির্দেশনা মেনে নামাজ আদায় করা হয়। এতে অংশ নেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ পাঁচ জন মুসল্লি।
পরে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুহিউদ্দীন কাসেম বলেন, যে কোনো মহামারির বিস্তার রোধে সরকারের দেয়া নির্দশনা ইসলাম সমর্থন করে।
আসন্ন শবে বরাতেও মুসল্লিদের সব রকম ইবাদত ঘরে সম্পন্ন করার আহবান জানিয়ে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি যে কোনো স্থানেই অর্জন সম্ভব।
মসজিদে নামাজ পড়ার সময় কোনো মুসল্লির মাধ্যমে সংক্রমন ছড়িয়ে পড়লে, তিনিও গুনাহগার হবেন বলে জানান মসজিদের ইমাম।
আগামী শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে একই নিয়মে নামাজ পড়া হবে। দেশের সব মুসল্লিদের সরকারের দেয়া নির্দশনা মেনে চলার আহবান জানান, ইমাম মুহিউদ্দিন কাসেম।