সরকার ঘোষিত ৫ দশমিক ২৪ জিডিপি প্রবৃদ্ধি সঠিক নয়: সিপিডি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
২০১৯-২০ অর্থবছরের সরকার ঘোষিত ৫ দশমিক ২৪ জিডিপি প্রবৃদ্ধি সঠিক নয় জানিয়ে মূলত ২ দশমিক ৫ শতাংশ হয়ে বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
সকাল ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির প্রাথমিক হিসেবে সিপিডি’র প্রতিক্রিয়া বিষয়ক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আলোচকরা বলেন, করোনাকালের দেশের সব সেক্টরে এর প্রভাব পড়েছে। কিন্তু ঘোষিত জিডিপির প্রবৃদ্ধিতে তা উঠে আসেনি। মূলত এ প্রবৃদ্ধি রাজনৈতিভাবে সংখ্যা দেখানো হয়েছে বলে মন্তব্য করেন তারা। আলোচকরা বলেন, সংখ্যার উপর সাফল্য দেখানোর চেস্টা করা হয়েছে, কিন্তু এতে সাফল্য দেখানো যায় না। প্রতিটা সুচকে নেতিবাচক দিক রয়েছে। রেমিট্যান্স ছাড়া বেশিরভাগ সুচকে প্রবৃদ্ধির সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও জানা তারা। এ সময় চুড়ান্ত তথ্য উপস্থাপন করার সময় তা সঠিকভাবে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন অর্থনীতিবিদরা।