সরকার জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে আছে : সেলিমা রহমান
- আপডেট সময় : ০১:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সরকার জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে আছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি আরো বলেন, সরকার করোনার শুরুতে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি, মানুষ চিকিৎসা পায়নি।
করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে ব্যবসায়ীদের দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে সরকার। এইভাবে দেশ চলতে পারেনা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে করোনা প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি। এসময় তিনি আরো অভিযোগ করেন, জোর করে বেগম জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তাকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এই নেত্রী। বিশেষজ্ঞ চিকিৎসকরা গরীব, অসহায় ও দু:স্থ রোগীকে চিকিৎসার ব্যবস্থা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই সংস্থা বিনামূল্যে ওষুধও বিতরণ করে থাকে।