সরকার দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সরকার দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুশিয়ারি দিয়ে বলেছেন, এ ব্যাপারে দলের কাউকেও ছাড় দেয়া হবে না।
সকালে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট- ডব্লিউবিবিআইপি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় নতুন কমিটিগুলোতে স্বজনপ্রীতি করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অবশ্যই পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। এছাড়া খালি জায়গা পেলেই যত্রতত্র ভবন নির্মাণ বন্ধ করার পাশাপাশি মানসম্মত সড়ক এবং সেতু নির্মাণে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।