সরকার পতনের ‘একদফা’র আন্দোলনের ঘোষণা বিএনপির
- আপডেট সময় : ১০:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে ‘একদফা’র আন্দোলনের ঘোষণা দিলো বিএনপি। বিকেলে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত বিশাল সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরতে হবে, এরপর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ‘প্রাথমিক কর্মসূচি’ হিসেবে আগামী ১৮ জুলাই ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে এবং ১৯ জুলাই ঢাকায় পদযাত্রা মার্চের ঘোষণা দেন।
রাজধানী নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুগপৎ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফা যৌথ ঘোষনার সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।
বিকাল ২টায় সমাবেশের ঘোষণা থাকলেও সকাল থেকেই শ্লোগান দিতে দিতে সমাবেশস্থলে দলে দলে আসতে থাকেন নেতাকর্মি ও সমর্থকরা। দুপুর ১২টার মধ্যে ফরিকরাপুল থেকে নাইট এঙ্গেল পর্যন্ত পুরোএলাকা জনারণ্যে পরিণত।
বেলা ২টায় আনুষ্ঠানিক সমাবেশে শুরু হলে, দলের কেন্দ্রীয় নেতারা অওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে না দেয়ার হুশিয়ারি দেন।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশের জনগণ।
সরকার পতনে এক দফার চূড়ান্ত আন্দোলনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এক দফার আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।