সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ
- আপডেট সময় : ০৬:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯০৯ বার পড়া হয়েছে
সরকার উন্নয়ন প্রকল্পের নামে ঋণ নিয়ে অর্থপাচারের মাধ্যমে দেশকে ধংসের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খুলনা অভিমুখে বিএনপি’র রোডমার্চের উদ্বোধনের আগে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, সরকার পতনের পর দেশের সব অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।
সরকার পতনের এক দফা দাবিতে চলামান আন্দোলনের অংশ হিসেবে ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপি’র রোডমার্চের উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রোডমার্চ যাত্রা করে খুলনার দিকে। বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ অংশ নেন।
বিএনপি নেতারা বলেন, হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্থ হয়ে একটি দেশ চলতে পারে না। বর্তমান সরকারের অবস্থা এখন হীরক রাজার মতো। এখনি সময় সরকারের পতন নিশ্চিত করার।
ঝিনাইদহ থেকে রোডমার্চের গাড়িবহর দুপুর ১২টার দিকে মাগুরায় আসে।
শতাধিক মাইক্রোবাস, ট্রাক এবং হাজার হাজার মোটর সাইকেলের বহরটি দুপুর দেড়টার দিকে যশোর সড়কের শেখপাড়া এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতারা।
নেতাকর্মীসহ গাড়িবহর নিয়ে ১৬০ কিলোমিটার দীর্ঘ পথের রোডমার্চটি খুলনায় গিয়ে শেষ হয়।