সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্যাংকক
- আপডেট সময় : ০৯:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর্থিক দুর্নীতি, করোনা মোকাবিলায় ব্যর্থতা আর রাজতন্ত্র সংস্কারের দাবিতে এ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
রোববার দিনভর ব্যাপক সংঘাত-সংঘর্ষের পর রাতেও রাজপথ উত্তপ্ত থাকে বিক্ষোভকারী আর নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ায় । এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আটকও করা হয় কয়েকজনকে। পুলিশ আর বিক্ষোভকারীদের সংঘর্ষে মুহূর্তেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যেন পরিণত হয় রণক্ষেত্রে। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার দফতরের সামনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীসহ তার পুরো প্রশাসনের পদত্যাগের দাবি তোলেন দেশটির বিক্ষুব্ধ আন্দোলনকারীরা । পুলিশি ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রায়ুথ চান ওচার সরকারি বাসভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের দমনে জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ছোড়ে আর লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, কাচের বোতল ছোড়েন।