সরকার পতনে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার আহবান : এনডিপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সরকার পতনে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার আহবান জানিয়েছেন বক্তারা। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি–এনডিপি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ আহবান জানান তারা।
জাতীয় প্রেসক্লাবে দলের চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রাহমান মান্না, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অংশ নেন। এসময় বক্তারা, সরকার পতনে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার আহবান জানান। করোনায় অসংখ্য মানুষ দারিদ্র সীমার নিচ নেমে গেলেও সরকারের মন্ত্রীরা উল্টো বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তারা। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, উল্লেখ করে জনগণের প্রকৃত মুক্তির জন্য সময় নষ্ট না করে আন্দোলনের প্রতি গুরুত্ব দেন বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলেন নেতারা।