সরকার পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিএনপির পদযাত্রা
- আপডেট সময় : ০৬:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা করেছে বিএনপি। এসময় সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিও জানায় দলের নেতাকর্মীরা। রাজপথেই এই ফয়সালা হবে বলে স্লোগান দিয়েছে তারা।
ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান নেতারা। জেলা প্রেসক্লাবের সামান থেকে এ পদযাত্রায় ৬ উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর ঘুরে আরাপপুরে গিয়ে শেষ হয়।
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে যশোর জেলা বিএনপির পদযাত্রায় অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ পদযাত্রায় ৮ উপজেলার হাজার সদস্য পদযাত্রায় অংশ নেন।
জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে জেলা বিএনপির আয়োজনে আয়োজনে শহরের বাইপাশ মোড় থেকে পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলিয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচী পালন করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতা-কর্মীরা। েলা ১১টার দিকে শহরের পুরাতন আলফার মোড়ে জড়ো হন জেলা ও ছয় উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের জুগিয়া কদমতলা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন: প্রতিষ্ঠার একদফা এক দাবিতে সাতক্ষীরায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের আমতলা মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের মিল বাজারে গিয়ে শেষ হয়।