সরকার বিদেশিদের কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১৬০৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সনকে জীবন থেকে চিরতরে সরিয়ে দিতেই তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে একথা বলেন তিনি। এসময় বিএনপি মহাসচিব আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ লাভবান হয়নি। সরকার বিদেশীদের কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
গত শুক্রবার রাতে খালেদা জিয়া আবারো হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ডেকে নেয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করেছে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে কান্নায় ভেঙে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা বর্ণনা করে তিনি বলেন, শুধুমাত্র ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির এই শীর্ষ নেত্রী ও ৩ বারের প্রধানমন্ত্রীকে বিদেশে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে সরকার। এসময় সরকার-প্রধানের ভারত সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। পরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব।