সরকার বিরোধীদলের নানা কর্মসূচিতে হামলা করে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে : গনতন্ত্র মঞ্চ
- আপডেট সময় : ০৮:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সরকার বিরোধীদলের নানা কর্মসূচিতে হামলা করে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। জবাবদিহিতাকে বিলীন করে রাষ্ট্রকে অকার্যকর করে আবারো ফ্যাসিবাদি কায়দায় ক্ষমতায় থাকার চেষ্টায় লিপ্ত রয়েছে তারা। এমন পরিস্থিতিতে জনগণের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলে মনে করেন গনতন্ত্র মঞ্চের নেতারা।
নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন-পীড়ন নিয়ে সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
এতে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় গনতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধিরা।
দখলদারী এ আওয়ামী লীগ সরকার পতনকে মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংগ্রাম বলে মনে করেন মঞ্চের নেতারা।
অর্থনৈতিক মন্দার মাঝেও ইভিএম প্রকল্পের নামে অপ্রয়োজনীয় ব্যয়ের সমালোচনা করেন আসম আব্দুর রব ।
জনগণের আন্দোলনে সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলেও মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।