সরকার ভোজ্যতেলের যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছেঃ বাণিজ্য মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মানুষের কষ্ট হলেও আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় সরকার ভোজ্যতেলের একটি যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।
বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজীদে অবস্থিত চট্টগ্রাম চা বোর্ডে- বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারী ও কর্ণার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, গেল ৬ মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ৬৭ শতাংশ বৃদ্ধি বেড়েছে। আগে যেখানে প্রতিটন ৭শ’ ডলারে বিক্রি হতো এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে সাড়ে ১১শ’ ডলার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আসন্ন রমজানে ভোগ্য পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।