সরকার মিথ্যার ওপর ভর করে টিকে আছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকার মিথ্যার ওপর ভর করে টিকে আছে। যে কোন সময় তাদের তাসের ঘর ভেঙ্গে পড়বে। এজন্য জনগণের দৃষ্টি ঘোরাতে বাস পোড়ানো, জঙ্গীবাদসহ নানা ঘটনা তারা তৈরি করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সরকার বিএনপিকে ভয় পায় বলেই নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে অভিযোগ করেন তিনি আরো বলেন, ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। দেশের জনগণের কোন স্বাধীনতা নেই দাবি করে গণতন্ত্রকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।