সরকার যে দমন পিড়ন চালাচ্ছে দেশে বিদেশের প্রচার মাধ্যমে অচিরেই তা প্রচার হবে
- আপডেট সময় : ০৩:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিরোধী মতকে দমিয়ে রাখতে সরকার যে দমন পিড়ন চালাচ্ছে দেশে বিদেশের প্রচার মাধ্যমে অচিরেই তা প্রচার হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, সরকার অন্যায়ভাবে আইনশৃঙ্খলা বাহিনী আর আদালতকে ব্যবহার করে আসলাম চৌধুরীকে বিনা বিচারে ৫ বছর ধরে বন্দী করে রেখেছে। তার বিরুদ্ধে শতাধিক মামলা দেয়া হয়েছে; সবকটি মামলায় জামিন পাওয়ার পরও মুক্তি দেয়া হচ্ছে না। অবৈধভাবে ক্ষমতায় থাকতে আসলাম চৌধুরীর মতো শত শত বিএনপি নেতাকর্মীকে বছরের পর বছর ধরে বন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের এই অন্যায় অবিচার আন্তর্জাতিক মহলের নজরে আছে।সময়মত সব ঘটনা দেশে না হলেও বিদেশী গণমাধ্যমে প্রচার পাবে বলে সরকারকে সতর্ক করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।