সরকার রোজিনার জামিনের বিরোধিতা করেনিঃ কাদের
- আপডেট সময় : ০৭:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
দেশের আদালত যে সম্পূর্ণ স্বাধীন, তা সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দাবি করেন, সরকার এ মামলায় কোনরকম হস্তক্ষেপ করেনি– সেটিও প্রমানিত হয়েছে। আর রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটি নির্ভর করছে মামলার বাদীপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর।
রোববার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন আলোচনায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব উল্লেখ করে রোজিনা ইস্যুতে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, সকালে গুলশানের নিজ বাসায় সাংবাদিক নেতাদের সাথে বৈঠকে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।