সরকার শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলিয়ে দেয়ার অপচেষ্টা করছে : ফখরুল
- আপডেট সময় : ০৬:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সরকার শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলিয়ে দেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, নির্বাচন কমিশন গঠনে সংলাপের নামে সরকার প্রহসন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী। ঢাকায় আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শনিবার বিকেলে বড়দিন উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিশু-কিশোর প্রতিযোগীদের মাঝে “শাপলা কুঁড়ি” পদক বিতরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করে জিয়া শিশু একাডেমী।
এতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় অভিযোগ করেন, দেশের মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে সরকার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্ঠা করছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা উল্লেখ করে তাঁর সুস্থ্যতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন কমিশন গঠনে সংলাপের নামে প্রহসন করছে সরকার।
রাষ্ট্রপতির নিয়োগ দেয়া কোন নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের নজির স্থাপন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।