সরকার ২২টি জেলায় অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে

- আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায়, সে লক্ষ্যে সরকার ২২টি জেলায় অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে। কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে সরকার কৃষকদের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সকালে ধান কাটা ও মাড়াইয়ের জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চলনবিলে ১০০ কিলোমিটার খাল খনন করায় কৃষিতে প্রাণ ফিরে এসেছে। ১১ বছরে চলনবিলের ফসলে উদ্বৃত্ত বেড়েছে। প্রায় আড়াই লাখ টন ফসল উদ্বৃত্ত থাকছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার কৃষকদের বিনামূল্যে সার, বীজ দেয়ার কারণে কৃষিতে এখন কোনো সংকট নেই। চলনবিলে এরই মাঝে প্রায় ৩৩ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বন্যা আসার আগে অবশিষ্ট ধান কাটা সম্পন্ন হবে। প্রায় ২৫ হাজার বাইরের শ্রমিক ও ১০ হাজার স্থানীয় শ্রমিক এখন ধান কাটতে ব্যস্ত।