সরঞ্জাম ব্যবহার করে নাট-বল্টু খোলা হয়েছে
- আপডেট সময় : ০৭:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
শুধু হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা হয়নি, এ কাজের জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।
তিনি বলেন, এটি অন্তর্ঘাতমূলক কাজ। প্রাথমিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করছে সিআইডি।
পদ্মা সেতু উদ্বোধনের একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ৩৪ সেকেন্ডের একটি ভিডিও। দেখা যায় সেতুর রেলিংয়ের দুটি নাট-বল্টু, হাত দিয়েই খুলছে এক যুবক।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ নামের ওই যুবককে গ্রেফতার করে সিআইডি।
রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার বিশেষ পুলিশ সুপার জানান, পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়।এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে সরঞ্জাম ব্যবহার করে খোলা হয়েছে।
দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করায়, বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, মন্ত্রী-আমলাদের নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গাজীপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।