সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সিএনজি অটোরিক্সার ৩ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সিএনজি অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন।
নিহতরা সবাই ইট ভাটার শ্রমিক। তাদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে ফজরের আজানের পর শাহবাজপুর বাসষ্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করার জন্য সিএনজি দিয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে।