সরিষা ক্ষেতে কীটনাশক ওষুধ ছিটানোয় কোটি-কোটি মৌমাছি মরে যাচ্ছে
- আপডেট সময় : ০৬:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসচেতনভাবে সরিষা ক্ষেতে কীটনাশক ওষুধ ছিটানোয় কোটি-কোটি মৌমাছি মরে যাচ্ছে বলে অভিযোগ খামারিদের। তারা বলছেন, ইতোমধ্যে প্রায় কোটি মৌমাছি মারা গেছে। ফলে, এবছর উল্লাপাড়ায় মধু আহরণের লক্ষমাত্রা পূরণ হবেনা। লোকসান গুনতে হবে খামারিদের। কৃষকদের সচেতনতা বাড়াতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবছর ১৪ ইউনিয়নের বিভিন্ন সরিষা মাঠে ১১৫ জন খামারী মধু সংগ্রহের জন্য মৌ বাক্স স্থাপন করেছেন। উপজেলা কৃষি দপ্তরের হিসেবে এবছর উল্লাপাড়ায় ১৭০ মেট্টিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।মৌ খামারীরা যেসব সরিষার জমির পাশে মৌ-বাক্স স্থাপন করছেন সেসব জমির মালিকেরা ফলন বাড়ানোর জন্য প্রায় ২ সপ্তাহ ধরে জমিতে কীটনাশক ছড়াচ্ছেন। আর এতে কীটনাশক ছড়ানো সরিষার ফুলে মধু সংগ্রহ করতে বসা কোটি কোটি মৌমাছি মারা গেছে বলে দাবি মৌ খামারিদের।
জমিতে ফলন বেশি হবার জন্য ভিটামিন জাতীয় কীটনাশক জমিতে প্রয়োগ করা হচ্ছে।তবে কীটনাশক প্রয়োগের কারণে মৌমাছির মৃত্যুর বিষয়টি জানা ছিল না বলে দাবি কৃষকদের।
এবারে মধু উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ তো দুরের কথা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে খামারিদের বলে জানালেন এই সংগঠন নেতা।
কৃষকদের অসচেতনতার জন্য এমনটা হয়েছে। তবে কৃষি বিভাগ থেকে ইতোমধ্যেই সরিষা চাষীদেরকে সচেতন করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে দাবি এই কৃষি কর্মকর্তার।
কৃষকদের সচেতনতার মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের।