সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সদস্যের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, সরকার একুশ শতকের ভূ-রাজনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করেছে।
রোববার সেনাবাহিনীর ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনী যেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে সে লক্ষে কাজ করছে সরকার।
দেশের অর্থনৈতিক উন্নতি করাই আওয়ামী লীগের লক্ষ্য উল্লেখ করে, বর্তমান সরকার সেই পথ ধরেই কাজ করছে বলেও জানান সরকার প্রধান।
এ সময় করোনার দ্বিতীয় ঢেউ আসার কথা মাথায় রেখে সকলকে প্রস্তুত থাকার পাশাপাশি খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া দেশের একটি মানুষও ভুমিহীন থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।