রুপকল্প ২০৪১ বাস্তবায়নে এগিয়ে আসতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান
- আপডেট সময় : ১১:৫১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সর্বোচ্চ দেশপ্রেম উজ্জীবিত হয়ে রুপকল্প ২০৪১ বাস্তবায়নে এগিয়ে আসতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। চট্টগ্রামে বাহিনীর বিভিন্ন বহর ও ইউনিটকে বিমান বাহিনীর পতাকা প্রধান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিমান বাহিনী দেশের আকাশ সীমার নিরাপত্তা ও সুরক্ষা ছাড়াও ভবিষ্যতে জাতীয় দুর্যোগে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।
বিমান বাহিনীর বিভিন্ন বহর ও ইউনিটকে বাহিনীর পতাকা প্রধান অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম জহিরুল হক বিমান ঘাঁটিতে আসেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক। পরে পরিদর্শন করেন কুচকাওয়াজ। ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুটি ইউনিট ও বহরকে প্রদান করা হয় বিমান বাহিনীর পতাকা। পরে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন বিমান বাহিনী প্রধান। রুপকল্প ২০৪১ বাস্তবায়নে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।