সহপাঠী-শিক্ষকদের কাঁদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চিরবিদায় হিমেলের
- আপডেট সময় : ০৫:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সহপাঠীসহ শিক্ষকদের সবাইকে কাঁদিয়ে ক্যাম্পাস থেকে শেষে বিদায় জানানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদ হাসান হিমেলকে। রাতভর উত্তপ্ত থাকার পর অবশেষে শান্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাবি কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ার পর কর্মসুচি প্রত্যাহার করে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে নিহত মাহমুদ হাসান হিমেলের মরদেহ গ্রামের বাড়ি নাটোরে নিয়ে যায় তার মা।
থাকার দিনগুলোতে প্রার্থনায় রাখতে এভাবেই ফেসবুকে আকুতি জানিয়েছিলেন মাহমুদ হাবীব হিমেল। কে জানতো- ঠিক দু’বছর পর সেটিই ধ্রুবসত্য হয়ে ধরা দেবে তার জীবনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় হিমেল নিহত হওয়ার পর বিক্ষোভে ফেটে পড়ে ক্যাম্পাস।
বুধবার সকালে বিশ্বদ্যিলয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হিমেলের প্রথম নামাজে জানাযা। সেখানে শেষ বিদায় জানাতে ঢল নামে হাজারো শিক্ষার্থীর। তাদের সবারই দাবি ছিল- ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার।
তবে হিমেলের এঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে শিক্ষার্থীদের দাবির পূরণের আশ্বাস দিয়েছেন উপাচার্য।
গ্রামের বাড়ি নাটোরের কাপুড়িয়াপট্টিতে নিহত হিমেলর মরদেহ পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস।
নিহতের ঘটনায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ট্রাক চালক টিটু ও হেলপার কালুকে আটক করেছে পুলিশ।