সহিংসতার আশঙ্কার মধ্যেই নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ
- আপডেট সময় : ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ব্যাপক উত্তেজনা-সহিংসতার আশঙ্কার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। প্রায় সাড়ে সাত বছর পর নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে দুপুর ২টায় এ সম্মেলন শুরু হওয়ার কথা। ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
সম্মেলনে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মধ্যদিয়ে দীর্ঘদিনের অভ্যন্তরিণ কোন্দল নিরসনের পাশাপাশি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গঠনের তাগিদ তৃনমূল নেতা-কর্মীদের। সম্মেলন ঘোষণার পর থেকে জেলার রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। সম্মেলনকে ঘিরে নরসিংদী জেলা আওয়ামী লীগ ২-৩ দলে বিভক্ত হয়ে পড়েছে। দলীয় একাধিক নেতাকর্মী জানান, পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব:) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। আরেকটি গ্রুপের নেতৃত্বে দিচ্ছেন নরসিংদীর সাবেক মেযর, শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। এসব দল ও নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছেন।