সহিংসতা এড়ানো গেলেও ইভিএম নিয়ে প্রশ্ন নাসিক নির্বাচনে
- আপডেট সময় : ০৮:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ভোটে জেতার পরও, নিজ দলের নেতার ষড়যন্ত্র ও প্রশাসনের অসহযোগিতার কথা ভুলতে পারেননি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি। ইভিএমের কারনে অন্যান্যবারের চেয়ে ভোট কম পেয়েছেন বলেও আক্ষেপ করেন তিনি। আর, সাবেক নির্বাচন কমিশনার ও বিশ্লেষকরা বলেন, নাসিক নির্বাচন দৃশ্যত সুষ্ঠু মনে হয়েছে। তবে, জাতীয় নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। ভার্চুয়াল এক সংলাপে এসব কথা বলেন তারা।
দৃশ্যত শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ভোটের মাঠে সহিংসতা না ঘটলেও, ইভিএমে ডিজিটাল কারচুপি’র অভিযোগ ছিল পরাজিত এক মেয়র প্রার্থীর। আর, নির্বাচিত হয়েও মেয়র আইভী বলেন, ইভিএমের কারণে কাঙ্খিত ভোট পাননি তিনি।
এই সিটি নির্বাচনের চুলচেরা বিশ্লেষন করতে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ.. সিপিডি। এতে অংশ নিয়ে নিজের আক্ষেপ জানান তিনবারের এই মেয়র।
একইসঙ্গে নির্বাচনে দলের স্থানীয় নেতাদের অসহযোগিতার পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নির্বাচন বিশ্লেষকরা বলেন, নারায়ণগঞ্জে সুষ্ঠু দেখিয়ে আগামী সংসদ নির্বাচনেও সরকারের প্রতি আস্থা রাখতে জনগনকে বার্তা দিয়েছে সরকার। তবে, ইভিএম নিয়ে জনগনের ধারণা স্পষ্ট নয়।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ইভিএম নিয়ে প্রার্থীদের অভিযোগ পুরনো। সবপক্ষের প্রস্তাব পেলে, এ নিয়ে নতুন করে ভাববে সরকার।
সিটি কর্পোরেশনকে শক্তিশালী করতে সিটি গভর্নেন্স সিস্টেম চালুর দাবিও জানান আলোচকরা।