সাংবাদিকদের চাকরি নীতিমালা বাস্তবায়নে সমর্থন জানিয়েছেন : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
টেলিভিশন সাংবাদিকদের সামাজিক ও অর্থনৈতিক দিকসহ চাকরি ক্ষেত্রে সুরক্ষা দিতে আইন পাসের ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাংবাদিকদের চাকরি নীতিমালা বাস্তবায়নে সমর্থন জানিয়ে মন্ত্রী বলেন, সব মহলের অধিকার ও শৃংখলা রক্ষা করতেই সরকার প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর অপব্যবহারও হচ্ছে। বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- ‘বিজেসি’র ৪র্থ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন।
নীতি, সুরক্ষা ও স্বাধীনতাকে প্রতিপাদ্য করে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো টেলিভিশন সাংবাদিকদের সংগঠন- ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসির চতুর্থ সম্প্রচার সম্মেলন-২০২৩।
আলোচনায় টেলিভিশন সাংবাদিকদের বেতন-কাঠামো, চাকরি সুরক্ষা ও নীতিমালা এবং চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেন সিনিয়র সাংবাদিকরা।
সাংবাদিকদের দাবীর প্রতি সহমত জানিয়ে আইনমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের ৪২ ধারা গণমাধ্যম নয়– অপরাধ দমনের জন্যই জরুরী।
আইনমন্ত্রী আরো বলেন, টেলিভিশন সাংবাদিকদের বেতন-কাঠামো ও চাকরি নীতিমালা তৈরীতে সরকার সচেষ্ট রয়েছে। বর্তমান সংসদের মেয়াদেই এ বিয়য়ে আইন পাস করা হবে।
সাংবাদিকদের জন্য কন্ট্রিবিউটরি পেনশন স্কীম চালুর গুরুত্ব তুলে ধরে তিনি জানান, সাংবাদিকতার স্বাধীনতায় সরকার কখনোই বাধা নয়।