সাংবাদিকদের রোজিনা ইস্যুতে ধৈর্য্য ধরতে বললেন ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামকে ন্যায় বিচারের নিশ্চয়তা দেবে সরকার। দুপুরে ঢাকা এবং চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তারা।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা এবং শিক্ষা সহায়তা ও চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতি কোন অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুলবোঝাবুঝির সৃষ্টি হতো না বলেও জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অসহায় সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের ঘটনা এবং রোজিনা ইসলাম প্রসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক বেশকিছু সংগঠনের অতিউৎসাহী ভূমিকার সমালোচনা করেন তিনি।
সরকারী অফিস থেকে তথ্য সংগ্রহে আরও বেশি দায়িত্বশীল হতে সাংবাদিকদের আহবানও জানান ড. হাছান মাহমুদ।