সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে তুরস্কের আদালতে জবানবন্দি সৌদি কনস্যুলেটের
- আপডেট সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে তুরস্কের আদালতে জবানবন্দি দিয়েছেন সৌদি কনস্যুলেটের জেকি ডেমির নামের টেকনিশিয়ান।
সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের সৌদি দূতাবাস ভবনে প্রবেশের পর কনসাল জেনারেলের বাসভবনে ডাকা হয়েছিল কনস্যুলেটেরই ওই টেকনিশিয়ানকে । তুরস্কের আদালতে দেওয়া জবানবন্দিতে জেকি ডেমির জানান, খশোগি দূতাবাসে পৌঁছানোর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কনসালের বাড়িতে চুলা জ্বালাতে বলা হয়েছিল তাকে। চুলার আশেপাশের আলামত দেখে তার মনে হয়েছে সেগুলো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা। এছাড়া কনসালের বাগানে থাকা ওই চুলার পাশাপাশি কিছু ঝলসানো মাংস খণ্ড ও বারবিকিউ দেখতে পেয়েছিলেন বলেও দাবি করেন ডেমির। আসামিদের মধ্যে সৌদি সিংহাসনের উত্তরসূরি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক দুই সহকারীও রয়েছেন। সাংবাদিক জামাল খাশোগি সৌদি সরকারের কড়া সমালোচক ছিলেন । তিনি দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন । ২০১৮ সালের ২ অক্টোবর বিয়ের কাগজপত্র আনতে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে গেলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।