সাংবাদিক তেপান্তরকে নিয়ে কাজী হায়াৎ’র মন্তব্যে সরব হল মালিকরাও
- আপডেট সময় : ০৩:০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তরকে পরিচালক সমিতির আঙিনায় নিষিদ্ধের ঘোষণা ও আহমেদ তেপান্তর কোন সাংবাদিক না বলে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ’র মন্তব্যে সাংবাদিক মহল থেকে শুরু করে চাপা ক্ষোভ বিরাজ করছে চলচ্চিত্রাঙ্গনে।
পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ’র এমন কর্মকাণ্ড ও মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে খোদ পরিচালকরাই। প্রশ্ন উঠেছে কাজী হায়াৎ’র সভাপতির পদ নিয়েও। তবে এসবে ছিটেফোটা টনক নড়েনি কাজী হায়াৎ’র। আর নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন পরিচালক সমিতিকে দেশবাসীর কাছে হাস্যরসের মাধ্যমে পরিণত করতে চাচ্ছেন কাজী হায়াৎ নিজেই।
এদিকে সাংবাদিক তেপান্তরের সাথে পরিচালক সমিতির এঘটনার দ্রুত সমাধান চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতিও সরব হয়েছেন। সংগঠনটির ফেসবুক পেইজে সংশ্লিষ্ট একটি নিউজ শেয়ার করে পোষ্টে লিখেন, “বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি সব সময় চলচ্চিত্র সাংবাদিক ভাই ও বন্ধুদের সাথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আশা করি অতি দ্রুত আহমেদ তেপান্তর ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝির অবসান হবে।”
এর আগে সাংবাদিক আহমেদ তেপান্তরকে নিয়ে কাজী হায়াৎ’র এমন অসম্মানজনক ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট বলেন, “দায়িত্বশীল চেয়ারে বসে হায়াৎ সাহেবের এমন কথা পাগলের প্রলাপের মতোই। আমি স্পষ্ট বলতে পারি চলচ্চিত্রের বিভিন্ন সমিতির মধ্যে সমন্বয়সহ ধসে পড়া চলচ্চিত্রের স্বর্ণালী অতীত পুনরুদ্ধারের পাশাপাশি এই শিল্পের বিকাশ ও সমৃদ্ধিতে গত কয়েক বছর তার ভূমিকা প্রশংসনীয়।”