সাংবাদিক নাদিম হত্যার প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বাবু গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল আলম বাবুকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামী করে মামলা করেছেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। হত্যার প্রতিবাদে সরব জামালপুরসহ সারাদেশের সাংবাদিক সমাজ।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুবৃত্তের হামলায় নিহত সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িত সাধুরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল আলম বাবুকে প্রধান আসামীসহ ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামী করে মামলা করেছেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।
এদিকে এ ঘটনার পর সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বাবুকে সাময়িক বহিস্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বাবুকে আটকের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে জামালপুর জেলার কর্মরত সব সাংবাদিক সংগঠন। বাবুকে শুধু গ্রেফতার নয়, সর্বোচ্চ শাস্তি ফাঁসীর পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যানের পদ থেকেও অব্যহতির দাবী জানান তারা।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা মামালার বিষয়টি নিশ্চিত করলেও বাবুকে গ্রেফতারের বিষয়ে কোন তথ্য জানাননি।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত নতুন করে ৫ জনসহ মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। বাকীদের ধরতে পুলিশের আভিযান চলছে।
গেল বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার সময় বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ১০/১২জন দুর্বৃত্ত হামলা চালিয়ে নাদিমকে মারাত্মক জখম করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মারা যান সাংবাদিক নাদিম।
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে বের-১৩ এর একটি দল তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, তিস্তাপাড়া গ্রাম থেকে বাবুকে গ্রেফতার করে। এর আগে সাংবাদিক নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।
গেল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর মামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।পরে সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।