সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত
- আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কুমিল্লার স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে রেব। গতকাল রাতে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাবাড়ি সীমান্তে সন্ত্রাসীদের একটি দল থাকার খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় রেব। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে পাল্টা জবাব দেয় রেব। এ সময় রেবের একজন সদস্য এবং রাজু নামের এক সন্ত্রাসী আহত হয়। পরে, দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত ১৩ এপ্রিল রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক নাঈম। পরে, নাঈমের মা নাজমা আক্তার রাজুকে প্রধান আসামি করে তিন জনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় মামলা করেন।